Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অফিস সম্পর্কিত

১৯৭৪ সনের ১৯ শে ফেব্রুয়ারী বাংলাদেশ জাতীয় সংসদে গৃহীত ৩১ নং এ্যাকটের মাধ্যমে বাংলাদেশ শিল্পকলা একাডেমী প্রতিষ্ঠিত হয়। জাতীয় সংসদ কর্তৃক গৃহীত ৩১ নং এ্যাকটের ২৩ নং ধারার বাস্তবায়নকল্পে বাংলাদেশের সকল জেলা ও মহকুমা শহরে শিল্পকলা চর্চা  ও বিকাশের উদ্দেশ্যে এ্যকট বলে বাতিলকৃত সাবেক পাকিস্তান আর্টস কাউন্সিলের পরিবর্তে নতুন প্রতিষ্ঠান গঠিত হয়। গঠিতব্য প্রতিষ্ঠানসমূহ শিল্পকলা পরিষদ নামে আখ্যায়িত হয়। আঞ্চলিক শিল্পকলা পরিষদ বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পক্ষে নিজ নিজ এলাকায় বাতিলকৃত সাবেক পাকিস্তান আর্টস কাউন্সিলের যাবতীয় স্থারব-অস্থাবর দায়-দায়িত্ব বুঝিয়া নেয়।

একাডেমীর সৃষ্টির মূল উদ্দেশ্য ও কার্যাবলী:

শিল্পকলা একাডেমীর সৃষ্টির মূল উদ্দেশ্য হচ্ছে : জাতীয় সংস্কৃতির বিকাশ ও উন্নয়ন সাধন। সংস্কৃতির তথা শিল্পকলার ঐতিহ্যগত বিষয়ে গবেষণা, দুঃস্থ ও গুণীশিল্পীকে সাহায্য প্রদান, বেসরকারী বিভিন্ন সাংস্কৃতিক সংস্থাকে অনুমোদন দান অথবা শিল্পকলা একাডেমীর সাথে সমন্বয় সাধন। দেশে এবং জাতীয় সংস্কৃতিকে তুলে ধরা এবং ঐতিহ্যপূর্ণ লোক সংস্কৃতি সংরক্ষণ একাডেমীর অন্যতম দায়িত্ব।